নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৬ মে ২০২২ইংরেজি বিকেল ৪ ঘটিকার সময় রাজস্থলী উপজেলার ০৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের ভাবনা কেন্দ্রের গেট সংলগ্ন বেইলি ব্রিজের স্টিল প্লেট উল্টে গিয়ে বালি ভর্তি ট্রাক দুর্ঘটনায় পতিত হয়। উক্ত দুর্ঘটনায় কোন প্রকার হতাহত না হলেও ঘটনাস্থলে ট্রাকটি(গাড়ি নং চট্র মেট্রো ট -১১-৯৩০৩) আটকে যাওয়ায় বাঙ্গালহালিয়া হতে বান্দরবান যাওয়ার সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। ঐ স্থানে এলজিইডি কর্তৃক নির্মাণাধীন ব্রিজ এর বিকল্প ব্রিজ হিসেবে নির্মিত নতুন অস্থায়ী স্টিল ব্রিজে বালি বোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের চাপ পড়ায় স্টিল প্লেট উল্টে যায়। ঘটনাস্থলে বালি বোঝাই ট্রাকটি আটকে থাকায় বাঙ্গালহালিয়া হতে বান্দরবান যাওয়ার সড়কে যান চলাচল বন্ধ আছে। নতুন নির্মিত অস্থায়ী স্টিল ব্রিজে উপর থেকে বালি ট্রাকটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হবে বলে জানা গেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]