মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি, রাঙামাটি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া ইউনিয়নের ২নং শফিপুর পোড়াভিটা এলাকায় অবৈধ ভাবে বালি উত্তোলনের গর্তে পড়ে মোঃ কাউছারের ছেলে জাহিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।২১আগষ্ট রবিবার বেলা ১২ টায় শফিপুর পোড়াভিটা হয়ে রহমতিয়া পাড়ায় পাড়ায় নিচ এলাকায় এই ঘঠনাটি ঘটেছে বলে নিহতের পরিবারের সুত্রে জানাগেছে। গর্তে পড়া নিহত হওয়া শিশু জাহিদের দাদা মাকফুর রহমান বলেন আমি গরু নিয়ে চড়াতে যাওয়ার পথে আমার নাতি দুই জন সাথে যায় ।আমি গরু গুলো পাহাড়ে দিতে গেলে তারা খেলা করার জন্য বালি উত্তোলনের গর্তে নামলে গর্তের গভীরতার জন্য তার নাতি আর উঠতে না পাড়ায় মৃত্যু হয়েছে বলে জানান। এলাকাবাসী তাকে উদ্ধার করে সুখবিলাশ শারজা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শফিপুর পোড়াভিটা নিচে রহমতিয়া পাড়ায় যাওয়ার পথে একটি একটি প্রভাবশালীর সিন্ডিকেট অবৈধ ভাবে প্রশাসনে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পুকুর খননের নাম করে অবৈধভাবে বালু উত্তম করে যাচ্ছে? এতে দেখার যেন কেউ নেই বললেই চলে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]