মোঃ সুমন খান,রাজস্থলী উপজেলা প্রতিনিধি; রাঙ্গামাটি রাজস্থলীতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার ৯ জুন বিকালে দিকে উপজেলার লংগদু পাড়া স্কুল সংলগ্ন এলাকার অংশে এই দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় এবং পথচারীরা আহতদের উদ্ধার করে।
গুরুত্ব আহতদের আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসার জন্য রাজস্থলী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মিলন ।
গুরুত্বর আহতরা হলেন-রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের পোয়াছড়া গ্রামের বাসিন্দা প্রিয় তঞ্চঙ্গ্যার পুত্র উত্তম তঞ্চঙ্গ্যা,ও রাজস্থলী উপজেলার মাঘাইন পাড়ার স্থানীয় বাসিন্দা তজ্বলাল তঞ্চঙ্গ্যা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজস্থলী থেকে অভিমুখী একটি প্রাইভেট কার রাজস্থলী সড়ক হয়ে অভিমুখী অপর মোটর সাইকেলর সাথে মুখোমুখি হয় এতে উল্লেখিত স্থানে দুর্ঘটনায় পতিত হয়।
মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]