মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাবতিংসস বৌদ্ধ বিহারের ভবন নির্মাণ কাজের ভিক্তিপ্রস্তর শুভ উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা। ভিক্তিপ্রস্তুর স্থাপন উপলক্ষে সংঘদান,অষ্ট পরিস্কার দান ও পবিত্র ধর্মসভা অনুষ্ঠিত হয়। ২৮শে মার্চ সোমবার সকালে বিহার প্রঙ্গনে অনুষ্ঠিত ধর্মসভায় সভাপতিত্ব করেন রাজস্থলী কেন্দ্রীয় মৈত্রী বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত ধমানন্দ মহাথের, প্রধান আলোচক ছিলেন রাজস্থলী সদর ত্রিরত্ম বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ ভদন্ত দিপালোক থের।
প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,হেডম্যান উথিনসিন মারমা, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, বিহারের সভাপতি কিরন বিকাশ তংঞ্চগ্যা, বিমাছড়া পাড়া কারবারি অনিল তংঞ্চগ্যা, ওয়ার্ড মেম্বার হ্লামংচি মারমা সহ তাবতিংসস বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন। ছবি ও ক্যাপশন ঃ রাজস্থলীতে তাবতিংসস বৌদ্ধ বিহার ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]