মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি : রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় কাপ্তাই অটল ছাপ্পান্নের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নুর উল্লাহ জুয়েল পিএসসির উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের প্রানের উৎসব সাংগ্ৰাই,বিজু উৎসব উদযাপন উপলক্ষে দুই টি বিহারের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ৩ ঘঠিকার সময় রাজস্থলী বাজার মৈত্রী বিহারের এবং বাঙ্গালহালিয়া কাকড়াছড়ি বৌদ্ধ বিহারের গিয়ে দায়ক -দায়িকাদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে এসব নগদ অনুদান প্রদান করেন। কাকড়াছড়ি বৌদ্ধ বিহারের অনুদান বিতরণ করেন রাজস্থলীতে অটল ছাপ্পান্নের উদ্যোগে বৌদ্ধ বিহারের আর্থিক অনুদান প্রদান। বাঙ্গালহালিয়া আমি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার,লেফটেন্যান্ট আবু সায়েম এসময় উপস্থিত ছিলেন সিনিয়র ওয়ারেন্ট মোঃ মাসুদুল আলম , পাড়া কারবারি সুইক্যচিং মারমা, সাবেক ইউপি সদস্য হ্লাথোয়াই মারমা গঞ্জ, ইউপি সদস্য ক্যাচিংহ্লা মারমা প্রমুখ। অন্যদিকে রাজস্থলী আমি ক্যাম্পে উদ্যোগে রাজস্থলী বাজার মৈত্রী বিহারের গিয়ে শুভেচ্ছা বিনিময় ও নগদ অনুদান বিতরণ কালে উপস্থিত ছিলেন রাজস্থলী আমি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মামুন আহম্মেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।