রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ১০ মহর্রম ১৪৪৭
রাজশাহী সিটি হাটে ড্রামে উদ্ধার হওয়া তরুণীর লাশের পরিচয় মিলেছে
লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ রাজশাহীর সিটি হাটের পশ্চিমে ড্রামের ভিতর উদ্ধার হওয়া অজ্ঞাত তরুণী লাশের পরিচয় পাওয়া গেছে। অজ্ঞাত উদ্ধার হওয়া তরুনীর নাম ননিকা রানী। সে ঠাকুরগাঁও সদরের মিলনপুর এলাকার নিপেন চন্দ্র বর্মনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, ননিকা রাজশাহী সরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে গত বছর ডিপ্লোমা পাস করেন। সে নগরীর পাঠানপাড়া এলাকার একটি ছাত্রী মেসে থাকতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পায় তার বড় ভাই।
তার পরের দিন শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৯ টায় রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় একটি ডোবায় ড্রামের ভিতর ওই তরুণীর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
এরপর শাহমখদুম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তথ্য প্রযুক্তির সহযোগিতায় তরুনীর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর আজ রাত ৯ টার দিকে শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম সরকার মর্গ থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। নির্মম এই হত্যাকাণ্ডের রহস্য খুব তারাতাড়ি উদঘাটিত হবে বলে তিনি এ আশাবাদ ব্যাক্ত করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.