
দৈনিক শিরোমনি রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে জমা দেওয়া ৩৮ প্রার্থীর ১৯ জনেরই (অর্ধেক) মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। বাকি ১৯ জনের প্রার্থিতা বৈধতা পেয়েছে।শনিবার (০৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন— রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সুলতানুল ইসলাম তারেক (বিএনপির বিদ্রোহী), রাজশাহী-২ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমেদ, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক নেতা শাহাবুদ্দিন, রাজশাহী-৩ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মোহনপুর উপজেলা কৃষকলীগের নেত্রী হাবিবা বেগম, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী জিয়া পরিষদের নেতা রেজাউল করিম, এ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী সমর্থক আইনজীবী রায়হান কাওসার, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুল ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জুলফার নাঈম মোস্তফা।