
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শালবাগান এলাকার মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে ডিলারের অজান্তে SHOJUKAR MARKETING & DISTRIBUTION নামক একটি ভূয়া কোম্পানী বিভিন্ন প্রকারের ভেজাল কসমেটিক তৈরি করে রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে বাজার জাত করছে এবং রাজশাহী সহ অন্যান্য জেলার নামি দামী মার্কেট ও শপিংমল গুলোতে উচ্চমূল্যে বিক্রয় হচ্ছে যা ব্যবহারে ক্যান্সারসহ গুরুত্বর স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার পরপরই পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি), মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির বিশেষ একটি সোমবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান চালিয়ে উক্ত কোম্পানীর বিপুল পরিমান ভেজাল কসমেটিক সামগ্রীসহ উদ্ধার করেন। যার আনুমানিক বাজার মূল্য-১,৮৭,৪৭৫/- টাকা। কোম্পানীর জিএম কুষ্টিয়া জেলার খোকশা থানার কমলাপুর (দক্ষিণপাড়া) গ্রামের আঃ হান্নানের ছেলে আসামী মোঃ এহেসানুল হক সোহেল (৩৬)কে ঘটনাস্থল হতে আটক করেন। এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন । রাজশাহী
                     
                    
                    
                    
	
				
		no views