রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১৬ অক্টোবর ২০২৫ | ৩১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউস সানি ১৪৪৭
রাজশাহীতে কল্যাণ সংস্থার উদ্যোগে ভ্যাকসিন
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে সামাজিক কল্যাণ সংস্থার (SKS) ও বারসিক এর যৌথ উদ্যোগে ( কোভিড-১৯ ) মোকাবেলায় জনসচেতনতা মূলক প্রচার অভিযান ও সবার জন্য ভ্যাকসিন এই শ্লোগানকে সামনে রেখে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে নিবন্ধন কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার বিকালে বড় বনগ্রাম এলাকায় এই নিবন্ধনের কার্যক্রম শুরু করা হয়।নিবন্ধন কার্যক্রম করার পূর্বে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডাঃ এস.এম.মাসুম ফেরদৌস,সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী,কমিউনিটি ফ্যাসিলিটেটর তহুরা খাতুন লিলি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান সাদিয়া সাবা অর্চি, ইয়ুথ এ্যাকশান ফর সোসাইটি সেক্রেটারি মুশফিকুজ্জামান আকিব, বিশিষ্ট সমাজসেবী সুলতান লিয়ন বিমান বন্দর স্কুল শিক্ষক আমিরুল ইসলাম রেজা, শরিফুল ইসলাম চঞ্চল, আল-আমীন, সহ প্রমুখ ।
এ সময় সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী সকলের প্রতি আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.