 
																
								
                                    
									
                                
নাজমুল হোসেন রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীতে আরিফুল ইসলাম রকি (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার খানখানাপুর সুরাজ মেহিনী ইনস্টিটিউট সংলগ্ন মীর্জা ফয়সালের কফি শপের সামনে এই ঘটনা ঘটে।
নিহত রকি খানখানাপুর ইউনিয়নের সরদার পাড়া এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে। স্হানীয়রা জানান, সন্ধ্যা ছয়টা দিকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন ১নং ওয়ার্ডের একটি কপি শপের দোকানে বসেছিল।
এ সময় অজ্ঞাত পরিচয়ের কয়েক জন দুর্বৃত্ত সেখানে গিয়ে অতর্কিত ভাবে রাকিবকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এতে তার বুকে গলায় তিনটি গুলি লাগে এবং ঘটনা স্থলেই প্রাণ হারান। এঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহাদত হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৪ টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।