নাজমুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ রাজবাড়ীতে ব্যাবসায়ী আরিফুল ইসলাম রকি হত্যায় মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে থেকে হত্যায় ব্যবহৃত দুটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি গুলির খোসা ও একটি মুখোশ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-জেলার চরখানখানাপুর এলাকার মোঃ. রাকিব শেখ ও কুষ্টিয়া জেলার মোঃ ইয়ামিন আলী।
১২ই সেপ্টেম্বর সোমবার বেলা ১২টায় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, গত শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে খানখানাপুর সুরাজ মোহিনী ইন্সটিটিউটের সামনে দুটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে আরিফুল ইসলাম রকিকে গুলি করে হত্যা করে। ঐ ঘটনায় রকির বাবা রাজ্জাক শেখ বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চিরুনি অভিযান চালিয়ে হত্যায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করে। পুলিশ সুপার আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে। নিহত রকির সঙ্গে পাঁচ মাস আগে রাকিব ও ইয়ামিনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছিল। ঐ ঘটনার রেশ ধরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে গ্রেপ্তারকৃত আসামিরা স্বীকার করেছেন। সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন,মোঃ শাহনেওয়াজ,মোঃমাইনউদ্দিন চৌধুরী, ডিআইও ওয়ান মোঃসাইদুজ্জামান। এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর বাস স্ট্যান্ড নামক স্থানে নিহত আরিফুল ইসলামরকির পরিবার ও একালাবাসী একত্রিত হয়ে প্রায় ১হাজার লোকজন নিয়ে মানববন্ধন করেন।মানববন্ধনে হত্যাকারীদের ফাঁসির দাবি জানানো হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]