নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধ:"জয়িতা তোমরাই আমাদের ঘরের বাতি এই শ্লোগান কে সামনে রেখে"আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উপলক্ষে জয়িতা অন্বেষণে।বাংলাদেশ শীর্ষ কার্যক্রমের আওতায় রাজবাড়ীর কালুখালিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে জয়িতাদের সম্বর্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার
শাহ মোহাম্মদ সজীবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ এনায়েত হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল, রতন দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসিনা পারভিন নিলুফা, এছাড়াও অর্থনৈতিক ভাবে জয়ী নারী সাজেদা পারভীন,ও নারী ক্যাটাগরিতে জয়ী ফিরোজা পারভীন প্রমুখ। এরপর উপজেলা কিশোর কিশোরী ক্লাবের সদস্য ও শিক্ষকদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী বৃন্দরা গান পরিবেশন করেন।
পরে দুটি মহিলা স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সরকারের অনুদান চেক বিতরণ সহ ৫ জন সফল জয়িতার মধ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জন কারী নারী সাজেদা পারভীন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে মুর্শিদা পারভিন, সফল জননী নারী
মোছাম্মৎ মমতাজ বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন গড়া নারী বাসন্তী রানী বিশ্বাস, ও সমাজ উন্নয়নের অসামান্য রেখেছেন যে নারী মোসাম্মৎ ফিরোজা পারভীন কে
সম্নেলন প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]