নাজমুল হোসেন, রাজবাড়ি জেলা প্রতিনিধিঃসারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে, মহান মুক্তিযুদ্ধা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভ অর্জনে পুষ্পস্তবক অর্পন, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধে শহীদ এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে আজ শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের সুচনা হয়েছে।
ভোর ৬টা ২৫ মিনিটে অনুষ্ঠান মালার কর্মসূচি
শুরু হয়। বিজয় দিবসের কার্যক্রম শেষে গোয়ালন্দ উপজেলা কোর্ট চত্বর মাঠে দিন ব্যাপি উপজেলার স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিবেশন করা হয়।
এ সময় গলন্দ উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব গাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সী ,উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন , পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল,গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল রহমান , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভিন সহ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসন, গোয়ালন্দ প্রেসক্লাব,গোয়ালন্দ উপজেলা প্রেসক্লাব সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]