মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক-সংশ্লিষ্টতায় ১৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৩ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল ৬টার মধ্যে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বৃহস্পতিবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত ১৪১ জনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০১টি মামলা হয়েছে। তারা মাদক সেবন এবং বিক্রির সঙ্গে জড়িত। অভিযানের সময় তাদের কাছে থেকে ৭০৫.৬ গ্রাম এক হাজার ১৬০ পুরিয়া হেরোইন, ১০ হাজার ৫৫৬ পিস ইয়াবা, ৩ কেজি ৫৪৫ গ্রাম ৩৬ পুরিয়া গাঁজা, ১২০ বোতল ফেনসিডিল, ৯টি ইনজেকশন ও ৮ লিটার দেশি মদ জব্দ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]