রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১ জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ৫ মহর্রম ১৪৪৭
রাঙামাটি রাজস্থলীতে বিএনপির অফিস উদ্বোধন
মোঃ সুমন খান, রাজস্থলী উপজেলা প্রতিনিধি: রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার রাজস্থলী বাজারে বিএনপির নতুন অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ উপস্থিত থেকে অফিসের শুভ উদ্বোধন করেন। দীর্ঘ ১৬/১৭ বছরের নির্যাতিত নেতাকর্মীদের মেলবন্ধনের লক্ষ্যে এবং দলীয় কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আগ্রহ বাড়াতে দল কে সুংগটিত করার লক্ষে এ অফিস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এ ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমরা জুলুম, অত্যাচার, মামলা হামলা ও নির্যাতনের স্টিমরোলার থেকে মুক্তি পেয়েছি। এ আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা ও নেকহায়াত কামনা করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা বিগত দিনের মত খালেদা জিয়া ও তারন্যের অংহকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী কে রাঙ্গামাটির ২৯৯ আসনের সংসদ কে বিজয়ী করবো ইন শা আল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, সকল দ্বিধা দ্বন্দ্ব ভূলে রাজস্থলী উপজেলার সবাই একসাথে কাজ করার আহবান করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞোই মারমার সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া,সহ সভাপতি ছগির আহম্মদ, যুগ্ম সম্পাদক রফিক আহম্মদ, জেলা শ্রমিক ও অঙ্গ সংগঠনের বিপুল পরিমান নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.