সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি ( রাঙ্গামাটি) উপজেলা প্রতিনিধি:রাঙ্গামাটির বিলাইছড়িতে সেবাদাতা ও সেবা গ্রহীতাদের নিয়ে গণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১৩ মে) বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার- এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় দীঘলছড়ি বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে এই সংলাপ অনুষ্ঠিত হয়।এতে অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্প (পিআরএলসি) - এর আওতায় এলাবাসীরা উপস্থিত ছিলেন। সংলাপে অংশগ্রহণ করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী পেশার মানুষ। এতে সেবাগ্রহীতা ও সেবা দানকারীর বিভিন্ন সুবিধা- অসুবিধার কথা তুলে ধরা হয় এবং সেবা দানকারীদের আরও একটু আন্তরিক হয়ে কাজ করার অনুরোধ জানানো হয়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে কৃষি, সুপেয় পানি,স্বাস্থ্য সেবা, দক্ষতা বৃদ্ধি, শিক্ষা, যোগাযোগ, ঋণ প্রদান - আদায়, জমির সেচ ব্যবস্থাপনাসহ ইত্যাদি বিষয়ে সংলাপে উঠে আসে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications