
রাজস্থলী উপজেলা প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন অস্ত্রধারীর দুর্বত্তের গুলিতে আব্দুল হাকিম(২৬) নামে এক যুবক ঘটনাস্থলে মারা যায়। নিহত যুবক রাইখালী ইউনিয়ন খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার মৃত বাহার আলীর ছেলে। ঘটনা কেন্দ্র করে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে বলে জানাযায়।
রবিবার(১৫ জুন) সকাল ১১ টা ৪০ মিনিট এর দিকে এই ঘটনা ঘটে বলে জানান ২ নং রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান মংক্য মারমা।তবে কে কারা কেন এই ঘটনা সংগঠিত করেছে তিনি তা জানেনা বলে মন্তব্য করেন।
স্থানীয়রা জানান রবিবার সকাল সাড়ে ১১ টার পর ৯ / ১০ জনের অস্ত্রধারী জে এস এস মুল দলের সমর্থিত একটি গ্রুপ দলবেঁধে ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলো করে চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।এ ঘটনা কেন্দ্র করে এলাকায় থম থমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি ( তদন্ত) ইমরুল হাসান জানান, আমরা ঘটনার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাই। কিন্ত স্থানীয়রা পুলিশকে কোন তথ্য দিচ্ছে না। লাশের সন্ধানও পাই নাই। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো তা জানতে পারছি না।
no views