রাজস্থলী প্রতিনিধিঃরাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সেনা টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন এর বাঙ্গালহালিয়া বাজারের রাজস্থলী রোডের
তপন বৈদ্যের মোড়ে মংচিং মারমা ও মংসুইচিং মারমার দুই দোকান থেকে দেশীয় তৈরী চোলাই মদ সহ ২ জন কে আটক করেছেন বাঙ্গালহালিয়া সেনা টহল দল।
আটককৃতরা হলেন (১)মংচিং মারমা(৩৭) পিতা মংসুইচিং মারমা, গ্রাম নারাছড়া পাড়া বাঙ্গালহালিয়া, (২)মংচিঅং মারমা (৫৫) পিতা সুইহ্লাঅং মারমা গ্রাম বাঙ্গালহালিয়া।
তথ্যসূত্রে জানা যায় বাঙ্গালহালিয়া বাজারে ব্যবসার উদ্যােশে তৈরীর করে, পাচার করার সময় সেনা টহল দল পলিথিন মোড়ানো ও প্লাস্টিকের ড্রাম ভর্তি ১২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
উদ্ধার কৃত মদ ও আটক কৃত দুই মদ ব্যবসায়ীকে এস আই মনিরুজ্জানকে সেনা বাহিনীর টহলদল সোপদ্য করে দেন।
আটককৃত আসামীর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান এসআই মনিরুজ্জামান, শুক্রবার আসামীদের রাঙামাটি আদালতে সোর্পদ করা হবে বলে পুলিশ জানান
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]