মোঃ রেজাউল ইসলাম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ২১ আগষ্ট(বৃহস্পতিবার) সন্ধ্যায় অভিযান শুরু করে রাতভর অভিযান চালিয়ে রাইসমিলের গোডাউন থেকে এই চাল উদ্ধার করা হয়।এই ঘটনায় একটি হ্যান্ড-ট্রলী ও ৩ টি অটোরিক্সাসহ ০১ জনকে আটক করা হয়েছে।
ময়মনসিংহের তারাকান্দায় বন্ধ রাইসমিলের গোডাউন থেকে প্রায় ২৬ টন সরকারী চাল উদ্ধার করেছে প্রশাসন।তারাকান্দা বাজারের কলেজ রোড এলাকায় পাশাপাশি অবস্থিত মেসার্স ফাহিম অটো রাইসমিল এবং সামিয়া অটোরাইস মিলের মধ্যে একটি মিলের গোদাম থেকে এই চাল জব্দ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে,তারাকান্দা বাজারের ধান ব্যবসায়ী মোকামিয়াকান্দা গ্রামের হক মিয়া এই গোদামটি ভাড়া নিয়ে ব্যবসাকার্য পরিচালনা করে আসছেন।তিনি সরকারী বস্তা পরিবর্তন করে অন্য বস্তায় ভরে চাল বিক্রির ব্যবসা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।তবে অভিযান পরিচালনার সময় সেখানে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন-২১ আগষ্ট(বৃহস্পতিবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে,পার্শ্ববর্তী ফুলপুর উপজেলা থেকে ৩ টি অটোভর্তি করে সরকারী চাল তারাকান্দা অভিমুখে আসছে।সেই অটোগুলোর সূত্র ধরে আমরা এই গোডাউনের সন্ধান পাই।এমনকি সেখানে একটি হ্যান্ড-ট্রলী ভর্তি সরকারী চাল এবং একটি ট্রাকে সরকারী চাল পাওয়া যায়।যেখানে সরকারী চাল মজুদের পর ২৫ কেজির জোড়া কবুতর মার্কা এবং লাঙল মার্কার ব্র্যান্ডিং করা হচ্ছিল।যা পরে অন্য উপজেলায় পাচার করা হত।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন বলেন-সন্ধ্যা থেকে রাতভর অভিযান চালিয়ে বন্ধ রাইসমিলের ঐ গোডাউন থেকে ২৬ টন সরকারী চাল উদ্ধার করা হয়েছে।এ সময় হাজারেরও অধিক ৩০ কেজির সরকারী ব্র্যান্ডিং করা পাটের বস্তা উদ্ধার করা হয়েছে।যা উপজেলা পরিষদের গোডাউনে রাখা হয়েছে।সরকারী চাল কিভাবে এখানে এসেছে,কারা এনেছে,কোথা থেকেই এত বিপুল পরিমাণ চাল এখানে এলো সে বিষয়ে অনুসন্ধান চলছে।দোষীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।