১০ এপ্রিল (রবিবার) মহেশখালী উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র বড় মহেশখালী বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করে বাজারের দ্রব্যমূল্যের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।এসময় কাঁচা বাজার, মাছ বাজার, খুচরা মুদির দোকানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সাধারণ মানুষের নাগালে রাখা, প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো সহ দরদাম স্থিতিশীল রাখতে কঠোর নির্দেশনা দেন।সেইসাথে মৌখিকভাবে সতর্ক করা সহ ভোক্তাদের সাথে প্রতারণা, অতিরিক্ত দাম রাখা, ভেজাল পন্য বিক্রি ইত্যাদি অভিযোগ পাওয়া গেলে জেল-জরিমানা সহ আইনের আওতায় আনা হবে বলেও জানানো হয়।পাশাপাশি বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের নিয়মিত বাজার মনিটরিং করতে বিভিন্ন দিকনির্দেশনা সহ প্রয়োজনীয় পরামর্শ দেন ৷সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেন, পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় বাজার দর স্থিতিশীল রাখতে মহেশখালীর প্রতিটি বাজার নিয়মিত মনিটরিং সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে ৷কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]