যশোর-৩ (সদর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। সোমবার যাচাইবাছাই শেষে এনসিপির এই সংসদ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন যশোরের ডেপুটি কমিশনার (ডিসি) ও রির্টানিং কর্মকতা মোহাম্মদ আশেক হাসান।
রির্টানিং কর্মকর্তার দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া প্রার্থী নিজেও বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন। গত রোববার বিকেলে খালেদ সাইফুল্লাহ জুয়েল আইনজীবী শাহরিয়ার বাবুকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
ওই রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলাম শুনানি খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেয়ার আদেশ দেন। গত ১৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট আবেদনটি করা হয়। ওই রিটের পর উচ্চ আদালতের নির্দেশে যশোরের ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে জুয়েলের মনোনয়নপত্র জমা নেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]