
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘন করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী। তাদের কাছ থেকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হক ও কলস প্রতীকের প্রার্থী শহীদ ইকবাল হোসেনের পক্ষে গণমিছিল বের হয়।
বিকাল সাড়ে ৩টার দিকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের কলস প্রতীকের পক্ষে পৌরশহরে গণমিছিল বের হয়। মিছিলে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। এ সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কে (পৌরশহর) তীব্র যানজটের সৃষ্টি হয়।ওই মিছিল শেষ হলে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত অ্যাডভোকেট গাজী এনামুল হকের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের গণমিছিল বের হয়। এ মিছিলেও কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এতে মহাসড়কে যানজট আরও তীব্র হয়। একপর্যায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফারুকের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে একই অভিযোগে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাজী এনামুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি আহসান হাবীব লিটনের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।মনিরামপুরের এ্যাসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রার্থীকে জরিমানা করা হয়েছে।