
মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৯০ যশোর – ১০ কেশবপুরে ধানের শীষকে বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ২ নং সাগরদাঁড়ী ইউনিয়নে জনসভা আয়োজন করা হয় । ২নং সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আকরাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেশবপুর উপজেলার সফল সভাপতি ও ৯০ যশোর -৬ কেশবপুর ধানের শীষ প্রার্থী জননেতা জনাব আবুল হোসেন আজাদ। এবং নিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) সহ- ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুর, কেশবপুর পৌর বিএনপি সভাপতি সামাদ বিশ্বাস,কেশবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জনাব সামছুল আলম বুলবুলের, সদস্য সচিব বাবুল রানা বাবু, যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হাফিজ । আরো উপস্থিত কেশবপুর উপজেলার বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, যুবদল এবং ২ নং সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপি ,স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল,কৃষকদল,যুবদল সকল নেতাকর্মী। সাগরদাঁড়ী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিনুর রহমান।
কেন্দ্রীয় বিএনপির সহ- ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপুর-তার বক্তৃতায় বলেন বাংলাদেশে ২টি ধারা দেখা যাচ্ছে ।১ টি ধারা – স্বাধীনতার পক্ষে শক্তি, দেশ রক্ষার শক্তি, মা মাটি মানুষের রক্ষার শক্তি। অন্যটি হলো স্বাধীনতা বিরোধী শক্তি।
৯০ যশোর -৬ কেশবপুর ধানের শীষ প্রার্থী জননেতা জনাব আবুল হোসেন আজাদ বলেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতীক, শহীদ জিয়ার আদর্শের প্রতীক, খালেদা জিয়ার প্রতীক, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের প্রতীক ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। তিনি আরো বলেন আবুল হোসেন আজাদ ধানের শীষের একক প্রার্থী নয় বিএনপি’র নেতাকর্মী, সাধারণ ভোটার, উপস্থিত জনতা সবাই ধানের শীষ প্রতীকের প্রার্থী। ধানের শীষ প্রতীক সবার যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। আমরা বিএনপিকে ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি তাহলে আমরা ধানের শীষ প্রতীকে সাথে বেইমানি করতে পারিনা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষে শক্তি মোকাবেলা চলছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কেশবপুরে কোন মতভেদ থাকবেনা কোন চাঁদাবাজি থাকবেনা, কোন সন্ত্রাসী থাকবে না, কোন ঘের দখল, কোন শালীস দাড়ি চলবে না। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার শান্তি পূর্ণ ভাবে বসবাস করবো।
তিনি আরো বলেন ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে।