রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | ৯ পৌষ ১৪৩২ | ৩ রজব ১৪৪৭
যশোরে আবারো বাড়লো করোনায় আক্রান্তের সংখ্যা
জেমস আব্দুর রহিম রানা, স্টাফ রিপোর্টার দৈনিক শিরোমণিঃ যশোরে আবারো বাড়লো করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ( অর্থাৎ রবিবার সকাল ৯ টা থেকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত) যশোরে ২৮০ জনের শরীরে করোনার সংক্রমন পাওয়া গেছে।এছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের।যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে আজ ৫ জুলাই সোমবার ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে ১৮৬ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ ও ২৫৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।পজেটিভ আশা সব গুলো রিপোর্টই যশোরের মানুষের।এক বিজ্ঞপ্তিতে এই শনাক্তের সংখ্যা জানান যবিপ্রবির পরীক্ষণ দলের সদস্য ও সহযোগী অধ্যাপক ড. শিরিন নিগার।এছাড়া গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ৩৬২ জনের র্যাপিড এন্টিজেন টেস্ট করে ৯৪ জনের শরীরে করোনার সংক্রমন পাওয়া গেছে বলে ফেসবুক পেজে একটি পোস্ট করে জানিয়েছেন যশোরের সিভিল সার্জন ড. শেখ আবু শাহীন।জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৮০৭ জনের নমুনা পরীক্ষা করে ২৮৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে যশোর সদর উপজেলায় ১২৪ জন, কেশবপুরে ২১ জন, ঝিকরগাছায় ৩৭ জন, অভয়নগরে ৩১ জন, মনিরামপুরে ১৯ জন, বাঘারপাড়ায় ১০ জন, শার্শায় ২১ জন ও চৌগাছায় ২৩ জন রয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.