কেশবপুর উপজেলা প্রতিনিধি: ঈদের ছুটিতে দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে যখন মানুষের ঢল, তখন ব্যতিক্রমী চিত্র দেখা গেল যশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ির মধুপল্লীতে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি হওয়া সত্ত্বেও ঈদের দিনটিতে দর্শনার্থী প্রায় ছিল না বললেই চলে।
সাধারণত ঈদ বা সরকারি ছুটির দিনে সাগরদাঁড়িতে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখর থাকে গোটা এলাকা। কিন্তু এবারে ঈদের দ্বিতীয় দিন দুপুর পর্যন্ত মধুপল্লীতে ছিল স্তব্ধতা, যেন উৎসব নয়, বরং সময় থেমে গেছে।
মধুসূদনের স্মৃতি ঘেরা, তবুও উপেক্ষিত : ঐতিহাসিকভাবে মধুপল্লী বাংলাদেশের এক অনন্য সাহিত্যভিত্তিক দর্শনীয় স্থান। এখানেই জন্মগ্রহণ করেন উনিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্ত।
রয়েছে তার স্মৃতিবিজড়িত জন্ম ভিটা, হাতে লেখা কবিতার পাণ্ডুলিপি, পুরাতন আসবাব, বইপত্র, লাইব্রেরি এবং তার ব্যবহার করা বিভিন্ন সামগ্রী।
এ ছাড়াও মধুসূদন একাডেমি, মুক্তমঞ্চ, স্মৃতি ফলক, কবির পৈতৃক আমবাগান ইত্যাদি ঘিরে তৈরি হয়েছে একটি সাহিত্য ও ইতিহাসনির্ভর সাংস্কৃতিক এলাকা।
কিন্তু এসব ঐতিহাসিক সম্পদ আজ পর্যটনখাতে পর্যাপ্ত আগ্রহ ও উদ্যোগের অভাবে হারিয়ে ফেলছে আবেদন
Notifications