
বিশেষ প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরের শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুশুয়া ভিলের অর্থায়নে শুশুয়া ও আশপাশের গ্রামের দরিদ্র পরিবারের মধ্যে ৩০০টি উন্নত মানের ডাবল লেয়ারের কম্বল বিতরণ করা হয়। এর আগে গোপালপুর উপজেলার বিভিন্ন স্থানে আরও ৩০০টি কম্বল বিতরণ করা হয়। মোট বিতরণকৃত কম্বল সংখ্যা ৬০০টি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মমিনুর রহমান, অর্জুনা ইউপির সাবেক সদস্য আ. মজিদ ও ওবায়দুল্লাহ, অর্জুনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল খালেকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মাসুম মাহবুবুর রহমান এবং সহ-প্রতিষ্ঠাতা এলিজা সুলতানা, সংগঠনের কর্মকর্তা মালিহা মাহবুব, আরিবা মাহবুব ও আহনাফ মাহবুব।
স্থানীয়রা জানান, শীতের তীব্রতার এই সময়ে কম্বল পেয়ে দরিদ্র পরিবারগুলো স্বস্তি পেয়েছে। এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজনকারী পক্ষ আশা প্রকাশ করেছে।