মোঃ রেজাউল ইসলাম,ময়মনসিংহ:ময়মনসিংহের পতিতা পল্লীতেমাদকের বিশেষ অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। ১নং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ কমর উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। অভিযানে মূল অভিযুক্ত রুমা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চোলাই মদ সাধারণত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয় এবং এতে বিষাক্ত মিথানল থাকার আশঙ্কা থাকে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। নিয়মিত বা অতিরিক্ত সেবনে দৃষ্টিশক্তি হারানো, কিডনি ও লিভার বিকল হওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেক সময় নিম্নমানের রাসায়নিক উপাদান ব্যবহার করে বেশি মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই মদ প্রস্তুত করা হয়, যা তাৎক্ষণিকভাবে স্নায়ুতন্ত্রকে দুর্বল করে ফেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদক নির্মূল ও জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে। এলাকার সচেতন নাগরিকরা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এই ধরনের অভিযান সমাজে অপরাধ ও মাদক বিস্তারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]