রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৭
গত ২৪ ঘন্টায় ৪৮ জনের করোনা শনাক্ত মৌলভীবাজারে
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারে একদিনে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৬ শতাংশের উপরে। আজ বুধবার (১৯ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের মৌলভীবাজারের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।মৌলভীবাজার জেলায় ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত কোনো রোগী সুস্থ বা মৃত্যুবরণ করেন নি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩৬ দশমিক ৪ শতাংশ। নতুন শনাক্ত ৪৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নমুনা প্রদানকারীদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এর বাইরে কুলাউড়ায় ২৩ জন, রাজনগরে ২ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং জুড়ীতে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিকে গত২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন করোনা রোগী। নতুন ৪৮ জন নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৪৫ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৮৭ জন। মারা গেছেন ৭২ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭ জন। হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২২ জন। বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ৬৭১ জন
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.