রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১০ সেপ্টেম্বর ২০২৫ | ২৬ ভাদ্র ১৪৩২ | ১৭ রবিউল আউয়াল ১৪৪৭
মৌলভীবাজারে করোনাভাইরাস প্রাদূর্ভাব বাড়তে শুরু করেছে
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারে করোনাভাইরাসের প্রাদূর্ভাব বাড়তে শুরু করেছে। বেশ কয়েক মাস পর জেলায় একদিনে নতুন করে আরো ২৯ জনের শরীরে করোনাভাইস শনাক্ত হয়েছে।করোনাভাইরাসে আক্রান্ত ২৯ জনের মধ্যে মৌলভীবাজার সদরে ১০ জন, কুলাউড়ায় ৭ জন, রাজনগরে ৫ জন, জুড়ীতে ২ জন, কমলগঞ্জে ৩ জন ও শ্রীমঙ্গলে ২ জন রয়েছেন।আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) জেলা সিভিল সার্জনের কার্যালয় তথ্য নিশ্চিত করেছে।করোনা ও নতুন ভ্যারিয়ান্ট ওমিক্রন রোধে জেলা প্রশাসন মৌলভীবাজার সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এছাড়া জেলা পুলিশ ও জেলা প্রশাসন প্রতিদিন সচেতনতামূলক প্রচারণা ও জনগণের মাঝে মাস্ক এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। এদিকে একদিনে জেলায় সর্বোচ্চ ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। সচেতনরা মনে করছেন এখন থেকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধির ১১ দফা না মানলে অতীতের মতো ভাইরাসটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে জেলায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.