রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১৭ জুলাই ২০২৫ | ২ শ্রাবণ ১৪৩২ | ২১ মহর্রম ১৪৪৭
মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক এডভোকেট আবুল কালাম জিলা আর নেই
মৌলভীবাজার জেলা প্রতিনিধি কপিল দেব দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম জিলার নামাজে জানাযা আজ বুধবার (৯ মার্চ) বেলা ৩টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এদিকে জানা যায় এডভোকেট আবুল কালাম জিলা আজ বুধবার ( ৯ মার্চ ) সকাল ৬ টায় সিলেট মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। এডভোকেট আবুল কালাম জিলা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিল রোগে ভুগছিলেন। এডভোকেট আবুল কালাম জিলা একাধারে সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।তিনি কর্মজীবনে অতিরিক্ত সরকারী কৌশুলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক খবরের সাবেক জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ছিলেন। এছাড়া মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্যও ছিলেন্। আজ বেলা আড়াইটায় প্রেসক্লাব প্রাঙ্গণে এডভোকেট আবুল কালাম জিলার মরদেহ রাখা হয়। সেখানে তাঁকে সম্মান জানান সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। পরে বেলা ৩ টায় প্রেসক্লাবে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।বিকেল ৪টায় নিজ বাড়ি কদমহাটা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.