কপিল দেব, জেলা প্রতিনিধি :মৌলভীবাজার জেলা প্রশাসন  জেলা ব্যাপী ১ (এক) লক্ষ গাছের চারা রোপণের মাধ্যমে বর্তমান সরকারের পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উদ্যোগ হাতে নিয়েছে। মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ এর সহযোগিতায় একটি গাছের চারা রোপনের মাধ্যমে জেলাব্যাপী ‘একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ’ কার্যক্রম উদ্বোধন করেন।
ঐ আসে ঐ অতি ভৈরব হরষে
             জলসিঞ্চিত ক্ষিতিসৌরভ-রভসে
      ঘনগৌরবে নবযৌবনা বরষা
              শ্যামগম্ভীর-সরসা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষার জয়গান গেয়েছেন আর আষাঢ় এ ঋতুর প্রথম মাস।
আজ মঙ্গলবার পহেলা আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ মৌলভীবাজার জেলা প্রশাসন  জেলা ব্যাপী ১ (এক) লক্ষ গাছের চারা রোপণের মাধ্যমে বর্তমান সরকারের পরিবেশবান্ধব টেকসই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার উদ্যোগ হাতে নিয়েছে।
তারই অংশ হিসেবে বর্ষামঙ্গল পালনের উদ্দেশ্যে জেলা প্রশাসক মৌলভীবাজার মীর নাহিদ আহসান আজ (১৫ জুন) সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি গাছের চারা রোপনের মাধ্যমে জেলাব্যাপী ‘একদিনে এক লক্ষ বৃক্ষরোপণ’ কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই আয়োজনকে সফল করে তুলতে সহযোগিতা করছে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ মৌলভীবাজার।
উল্লেখ্য যে, মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়। সদ্য রোপিত চারাগুলোর মাঝে গর্জন, চিকরাশি, জারুল, সোনালু, আকাশমনি, কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা গাছ রয়েছে।