রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ১৭ মহর্রম ১৪৪৭
মোংলায় ছেলের হাতে মা খুন
জোবায়ের ফরাজী,বাাগেরহাট,দৈনিক শিরোমণিঃ
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে খুন হয়েছে তার আপন মা। মঙ্গলবার দুপুরে মোংলা পৌর শহরের খোছেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে । এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেসহ তার স্ত্রীকে আটক করেছে।
এলাকাবাসী জানায়, বেশ কিছুদিন ধরেই তাদের পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে এলাকায় অনেকবার সালিশ মীমাংসা করা হলেও কোন সুরাহা আসেনি। মঙ্গলবার দুপুরে ছেলে ও মায়ের ভিতর কথাকাটা কাটির একপর্যায়ে ছেলে সুব্রত রায় (৪৫) তার হাতে থাকা কোঁদাল দিয়ে তার মা শৈবালিনী রায় (৬০) এর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ঘাতক ছেলে সুব্রত রায়, তার স্ত্রী সুচিত্রা রায় (৩০) ও পিতা অতিশ রায়কে আটক করেছে পুলিশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.