রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ১৪ মহর্রম ১৪৪৭
মেহেরপুরে নানা বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের আমঝুপিতে নানা বাড়ি বেড়াতে এসে কাজলা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশু কন্যার মৃত্যু হয়েছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কাজলা নদীতে ডুবে মাহি খাতুন(৭) নামের এক শিশুর মৃত্যু হয়। রবিবার (৩এপ্রিল-২২) সকাল সাড়ে ১০টা থেকে ১১ টার দিকে আমঝুপি পশ্চিমপাড়া সংলগ্ন বয়ে চলা কাজলা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাহি আমঝুপি পশ্চিমপাড়ার রেজাউল হকের নাতনি, কিছুদিন আগে সে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে আসে।
নানা বাড়ি বেড়াতে এসে আর বাবার বাড়ি ফেরা হলো না! জানা গেছে, রেজাউল হকের মেয়ে শিরিনা খাতুনের বিয়ে হয়েছে শেরপুর জেলায়, শেরপুর জেলার মঞ্জুরুল ইসলামের মেয়ে মাহি খাতুন। ২য় সন্তানের সম্ভাবনা হওয়ায় সে পিতার বাড়িতে আসে মাহিকে সাথে নিয়ে। ঘটনার আগে মাহি তার খালাতো বোন রিয়ার সাথে নদীতে গোসল করতে যায়, এক পর্যায়ে খেলতে খেলতে নদীতে পেতে রাখা মাছ ধরার জালে আটকিয়ে সে ডুবে যায়। পরে পরিবারের লোকজন জানতে পেরে তারা ছুটে আসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.