২৬ জানুয়ারি (সোমবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে মেহেরপুরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই প্রথমবারের মতো মেহেরপুরে তাঁর আগমন উপলক্ষে উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা।এ উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে শহরের বড় বাজার এলাকায় গড় মসজিদ থেকে একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোট মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা জামায়াত আমিরের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নির্বাচনী প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিলে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল সালাম, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীবৃন্দ।জানা গেছে, আগামীকাল সকাল ১০টায় মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এই জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের ব্যাপক জনসমাগমের প্রত্যাশা করছে জামায়াত নেতৃত্ব।জামায়াত সূত্র জানায়, এই আগমন নির্বাচনী প্রচারণার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এর মাধ্যমে দলের নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়ে নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]