বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলার মধ্যবর্তী মেঘনা নদীতে একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা পাঁচজনের একজন বেঁচে ফিরলেও চারজন এখনো নিখোঁজ রয়েছেন।নিখোঁজ জেলেরা হলেন- পালপাড়া গ্রামের শাহীন মীর (১৭), আরিফ হোসেন (১৯), শাহীন (১৭) ও নয়ন (১৯)।শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৪টার সময় হিজলার ধুলখোলা ইউনিয়নের বাথুয়ারচর সংলগ্ন মেঘনা নদীতে দুর্ঘটনাটি ঘটে বলে জানান ট্রলারে থাকা জেলে শামিম হোসেন দিদার (২৫)।
শামিম হোসেন দিদার ধুলখোলা ইউনিয়নের পালপাড়া গ্রামের সাজাহান দিদারের ছেলে।দিদার জানান, শুক্রবার রাতে পাঁচজন জেলে একটি ট্রলারে করে বাড়ির পাশে মেঘনা নদীতে মাছ ধরতে যান। ঘটনার রাতে তারা জাল পেতে নোঙর করা ট্রলারে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৪টায় ঘুমন্ত অবস্থায় সকলে নদীতে ছিটকে পড়েন। পড়ার সঙ্গে সঙ্গে তারা তীরে ওঠার জন্য সাঁতরাতে থাকেন। একপর্যায়ে অন্য জেলেদের সহায়তায় তিনি বেঁচে ফিরলেও অপর জেলেরা আর উঠতে পারেননি। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা সঠিকভাবে বলতে পারছেন না তিনি। তবে তার ধারণা লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে গেছে।স্থানীয় হারুন অর রশিদ মৃধা বলেন, রাতেই এক জেলেকে উদ্ধার করা হলেও চার জেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।নৌ-পুলিশের কালীগঞ্জ স্টেশন ইনচার্জ ওসি মো. এনামুল হক বলেন, সংবাদ পেয়ে খোঁজখবর নিয়েছি। ঘটনাটি পার্শ্ববর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নে।হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, আমি ঘটনার পরের দিন দুপুরে সংবাদটি পেয়েছি। তাৎক্ষণিক হিজলার নৌ-পুলিশকে নিখোঁজদের উদ্ধারের ব্যবস্থা গ্রহণ বলেছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]