বিজয় রায়, ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি: গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ছেলে হোসাইন প্রিন্স।
তিনি জানান, বেশ কিছুদিন যাবত হাফেজ রুহুল আমিন মাদানী হার্ডের সমস্যাসহ নানা রোগাক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে সন্তান ও এক মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, হাফেজ রুহুল আমিন মাদানী ১৯৯৬ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন স