আব্দুস সামাদ শফিক,সাটুরিয়া উপজেলা প্রতিনিধি: পাঁচ মাস আগে সৌদি আরবের একটি সড়ক দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার আয়নাল হকের (২৮)। এর আগে প্রায় দুই বছর আগে পরিবারের সবার ভাগ্য বদলাতে প্রবাসে পাড়ি জমিয়ে ছিলেন তিনি।
তবে স্বাভাবিক আর উৎসবমুখরতা নিয়ে বাড়ি না ফিরে কফিনবন্দি হয়ে বিষাদের ছায়া হয়ে বাড়িতে আসলেন আয়নাল।
সোমবার (১০ মার্চ) সকাল ৯টায় জানাজা শেষে তাকে কবরস্থানে দাফন করা হয়।নিহত আয়নাল হক মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার পাতিলাপাড়া গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে। তিন ভাইয়ের মধ্যে পরিবারের সবার ছোট সন্তান ছিলেন আয়নাল।
এর আগে রোববার (৯ মার্চ) সাড়ে রাত ১১টায় সৌদি আরব থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহের কফিন আসে।
সেখান থেকে পরিবারের লোকজন কফিন গ্রহণ করে বাড়ি নিয়ে আসে।আয়নালের বড় ভাই মো. ময়নাল হোসেন বলেন, ভাইকে জীবিত পাইনি তবে বিমানবন্দর থেকে তার মৃতদেহের কফিন এনেছি।দেশে থাকাকালীন আয়নালের কাঠমিস্ত্রির পেশা ছিল।
সংসারের অভাব গোছাতেই সেই পেশা ছেড়ে সৌদি আরবে পাড়ি জমান তিনি। স্ত্রী ও দুই মেয়ে সন্তান রয়েছে তার। বড় মেয়ের বয়স ১২ আর ছোট মেয়ের ৫ বছর। আয়নালকে হারিয়ে পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
গত বছরের ৮ অক্টোবর সৌদি আরবের আভা শহরে নিজ কর্মক্ষেত্রে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় আয়নালের।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]