রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ১৪ মহর্রম ১৪৪৭
মুরাদনগরে খোকন হত্যার প্রধান আসামী আটক
বুধবার রাতে কুমিল্লা কোতোয়ালী থানার মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিযুষ চন্দ্র দাস।
প্রসঙ্গত ২০২২ সালের ১৮ ডিসেম্বর রাতে উপজেলার ১৪নং নবীপুর ইউনিয়নের গকুলনগর গ্রামের কৃষক খোকন মিয়ার বাড়ির পাশের জমি থেকে রাতে ভেকু দিয়ে মাটি নিয়ে যাচ্ছিল গিয়াস উদ্দিন। এতে বাঁধা প্রদান করায় খোকন মিয়াকে বেলচা দিয়ে আঘাত করলে হাসপাতালে নেওয়ার পথেই তাহার মৃত্যু হয়।
এঘটনায় নিহত খোকন মিয়ার ছেলে আবদুল কাইয়ূম বাদী হয়ে গিয়াস উদ্দিনকে প্রধান আসামী করে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই গিয়াস উদ্দিন ও অন্যান্য আসামীরা আত্মগোপনে থাকেন।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, হত্যা মামলার প্রধান আসামী গিয়াস উদ্দিনকে গ্রেফতারপূর্বক বৃহষ্পতিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামীদের আটক অভিযান অব্যহত।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.