মো: তাজরুল ইসলাম, সোনারগাঁও উপজেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ সদর চরকেওয়ার ইউনিয়নের। গত ০২মে শুক্রবার রাত ৩ টায় কালাচাঁন হাওলাদারের। গরুর ফার্ম থেকে কেয়ার টেকার কে হাত পা বেঁধে ৩ টি গরু ডাকাতি করিয়া নিয়ে যায়।
গরুর মালিক কালাচাঁন জানায় ৩ তারিখ সকাল ১১টায় মুন্সিগঞ্জ সদর থানায় ৯ জন কে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয় । ডাকাতি মামলা দায়ের করে সেই সূত্র ধরে মুন্সীগঞ্জের। ডিবি পুলিশের একটি চৌকস ঢিম এস আই ইয়াছিন পি পি এম এর নেতৃত্বে।
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারের সাথে। লোকমার কসাই বাড়ি থেকে ৩ টি গরু উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা জানায় ২ মে ভোর রাতে ৩টি গরু লোকমান কসাইর গরুর ফার্মে নিয়ে যায়। আরো উল্লেখ থাকে যে লোকমান কসাই আওয়ামী লীগ আমলে সে যুবলীগ করতো, যুবলীগের নেতা ইদ্রিসের সহযোগী হিসেবে কাজ করত।আওয়ামী লীগ সরকার প্রথম এরপর ইদ্রিস গা ঢাকা দিয়ে আছে।এলাকাবাসীর জানায় লোকমান বিভিন্ন জায়গায় ডাকাত দলের সাদ্দাদের সাথে যোগাযোগ আছে, আগে ইদ্রিস ও লোকমান মিলে ডাকাতি মালামাল ক্রয় বিক্রয় করতো।
এদিকে ডিবি পুলিশের সহায়তায় কালাচাঁন গরু চিহ্নিত করে উদ্ধার করতে সক্ষম হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications