রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ আগস্ট ২০২৫ | ৯ ভাদ্র ১৪৩২ | ২৯ সফর ১৪৪৭
মুন্সিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন
মোঃ মাসুম, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবন রক্ষার্থে অবিলম্বে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়ে এ মানববন্ধন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার কে এম আতিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের সব ধরনের প্রতিষ্ঠান খোলা শুধু মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ, তাই কোমলমতি শিক্ষার্থীরা আজ বিভিন্ন অন্যায়ে সাথে জড়িয়ে পড়ছে, তাই তিনি অবিলম্বে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকার কে আহ্বান জানান। মানববন্ধন প্রোগ্রাম টি পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি সাইফুল ইসলাম সাঈফ। এসময় সেখানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার সহ অর্থ সম্পাদক জনাব মোঃ জাকির হোসেন বাগজা, জাতীয় আইম্মা ওলামা পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি ইমদাদুল হক আরিফি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি সানাউল্লাহ, হাফেজ মাওলানা আবু সাঈদ , ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আবু সাঈদ, নির্বাহী সদস্য আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল ওয়ালী, ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শেখ হাবিবুর রহমান প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.