রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ৭ আগস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ১২ সফর ১৪৪৭
মুক্তিযোদ্ধা সন্তান কোটা পূর্নবহালের দাবি
মো. সাখাওয়াত হোসেন,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে
মৃুক্তিযোদ্ধা কোটা ৩০% পূর্নবহালের দাবিতে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ভাঙ্গা থানা চত্তরে এ আলোচনা সভার অনুষ্ঠানটি অনুষ্টিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ৭নং আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল-এর কমান্ডার পুলিশ বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন মোল্লা সহ অন্যান্য স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ।
সেসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা কমান্ড কাউন্সিল এর সদস্য সচিব ও বীরপুত্র মো. তানভির হোসেন শোয়েব, যুগ্ন আহবায়ক ও বীরপুত্র মো. ফজলুর রহমান, যুগ্ন আহবায়ক ও বীরপুত্র মো. রুম্মন চৌধুরী, সদস্য ও বীরপুত্র মো. সাইদুল মিয়া, সদস্য ও বীরপুত্র মো. বাবু।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বীরপুত্র এ টি এম ফরহাদ নান্নু, বীরপুত্র মো. তুহিন, বীরপুত্র ডা. হাফেজ মাওলানা মো. শাখাওয়াত হোসেন, বীরপুত্র মো. সাইফুল ইসলাম, বীরপুত্র মো. আবুল হাসান, বীরপুত্র এনায়েত হোসেন, বীরপুত্র মো. টিটো প্রমুখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা কমান্ড কাউন্সিল এর যুগ্ন আহবায়ক ও বীরপুত্র মো. ফজলুর রহমান তার বক্তব্যে বলেন, ৩০% কোটা আমাদের প্রাপ্য। এটা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছেন। কে কি বলল আর তার কথায় মুক্তিযোদ্ধার সন্তানদের ৩০% কোটা বাদ হয়ে যাবে এটা মানা যায় না।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ডা. হাফেজ মাওলানা মো. শাখাওয়াত হোসেন বলেন, ইসলামে দেশপ্রেমকে ঈমানের অংশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত দেশকে আন্তরিক ভাবে ভালোবাসা। সবসময় দেশের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখতে চেষ্টা করা।
তিনি আরো বলেন, উপজেলা জেলা তথা সারা বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে ৩০% কোটাসহ ৭ দফা দাবি আমাদের আদায় হবেই হবে, ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত এ.এস.পি মো. ইমারত হোসেন
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.