রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ আগস্ট ২০২৫ | ১০ ভাদ্র ১৪৩২ | ১ রবিউল আউয়াল ১৪৪৭
মুক্তাগাছায় গ্রেপ্তারি পরোয়ানা তামিলে,পুলিশ সদস্য পুরস্কৃত
আজিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ ময়মনসিংহের মু্ক্তাগাছায় দুই পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। (৫ জুন) শনিবার সকালে পুলিশ লাইনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মে মাসে গ্রেপ্তারি পরোয়ানা তামিলে সাফল্যের জন্য অফিসার ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ ময়মনসিংহ জেলার পুলিশ লাইনে কল্যাণ সভায় সুযোগ্য ও মানবিক পুলিশ সুপার জনাব মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম -সেবা মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন । পরে এই দুই পুলিশ সদস্য হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দিয়ে পুরস্কৃত করেন।তারা হলেন মু্ক্তাগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম এবং এ এসআই জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফজলে রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আলাউদ্দিন ,অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর ইসলামসহ বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, ও সকল থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.