রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ৬ জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ১০ মহর্রম ১৪৪৭
মুকসুদপুরে দশ কোটি টাকার বিষ্ণু মূর্তি উদ্ধার
শেখ মোহাম্মদ ইমরান, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গতকাল শুক্রবার (২১ অক্টোবর ২০২২) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থেকে প্রায় দশ কোটি টাকা দামের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র্যাব। এসময় তিনজন চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মো. শহিদুল ইসলাম জানান, তাদের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের সূত্র ধরে বিষ্ণু মূর্তিটি উদ্ধারে নামে।
গ্রেফতারকৃতরা হলো মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা আবুল খায়ের মোল্লা (৫৭) ও টুকু মুন্সি (৩৫) এবং পাবনার আমিনপুর উপজেলার রাম নারায়নপুর গ্রামের রমজান মোল্লাকে (২৮)।
এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ হতে ১টি অতি পুরাতন পাথরের মূর্তি উদ্ধার করা হয়। স্থানীয় স্বর্ণকার মূর্তিটিকে কষ্টি পাথরের তৈরি বিষ্ণু মূর্তি বলে নিশ্চিত করেন এবং তা পাল আমলে আনুমানিক সাতশ’ থেকে এক হাজার বছর পূর্বে তৈরি বলে অবহিত করেন।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি থেকে জানা যায়, তারা চোরাচালান এবং বিক্রির উদ্দেশ্যে কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি বিগত প্রায় ছয় মাস নিজেদের হেফাজতে রেখেছিল। মূর্তিটির মূল অংশের উচ্চতা ২৬.৫ ইঞ্চি, প্রস্থ ১৪ ইঞ্চি, ওজন ৩২ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ১০ কোটি টাকা।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা রুজু করা করা হয়েছে।।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.