মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরও ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দুই দিনে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন।
দেশটিতে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নারী ও শিশুসহ কমপক্ষে ১৩৮ জনের মৃত্যু হলো।
এদিকে এ হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও জাতিসংঘ। জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা না চালানোর জন্য সামরিক শাসকদের বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা। ইয়াঙ্গুনের আরও ছয়টি এলাকায় সামরিক আইন জারি করেছে জান্তা সরকার।
অন্যদিকে ভারত সীমান্তে বাড়ছে মিয়ানমার থেকে পালিয়ে আসা মানুষের সংখ্যা। সোমবার পর্যন্ত ৪শর বেশি লোক সীমান্ত পাড়ি দিয়ে দেশটিতে আশ্রয় নিয়েছে। তাদের বেশিরভাগই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]