রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ১ আশ্বিন ১৪৩২ | ২৩ রবিউল আউয়াল ১৪৪৭
মান্দায় আগুনে পুড়ে সব কিছু শেষ একটি পরিবারের
মান্দা প্রতিনিধি সজিবুর রহমান সজিব দৈনিক শিরোমণিঃ মান্দার পার নুরুল্যাবাদ নিখিড়াপাড়া গ্রামেে আগুনে পুড়ে ১টি বাড়ি ছাই হয়ে গেছে। জানা গেছে , মান্দার পার নুরুল্যাবাদ নিখিড়াপাড়া গ্রামেে আগুনে পুড়ে হেলাল উদ্দীনের (৪৫)পিতা মৃত ইয়াকুব আলী এর বাড়ীতে গত কাল রাত আনুমানিক ২.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। স্হানীয়ারা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। হেলাল উদ্দীন কাজের জন্য ঢাকায় বসবাস করেন। আগুন লাগার কারনে হেলাল উদ্দীনের টিনসেটের ৩ টি ঘর, ১টা সাইকেল,প্রয়োজনীয় জমিজমির কাগজপত্র, চৌকি ২ টি,জানালা ৩ টি,দরজা ৩ টি,আলনা ১ টি বাক্স ১ টি, পুড়ে ছাই হয়ে যায়। স্হানীয় জন প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, হঠাৎ করে আগুন লাগে সেখানে কোন বিদ্যুৎ সংযোগ ছিলনা বাড়িতে কোন রান্নার কাজ ও হয়নি কে বা কারা এই কাজ ঘটিয়েছে এটা দুঃখ জনক। তবে হেলাল কে একদম নিসশো করে দিয়েছে। পাশাপাশি তিনি স্হানীয় সরকার সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.