এসময় আটককৃত আসামীদের নিকট হতে ৩৮ (আটত্রিশ) কেজি গাঁজা, মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি পিকাপ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল, ০৪টি সীমকার্ড এবং মাদক বিক্রয় লব্ধ নগদ ১৫,৩০০/-(পনের হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহারা দীর্ঘ দিন যাবৎ কুমিল্লা হতে চাঁদপুর-মাদারীপুর-কালনা-নড়াইল রুট ব্যবহার করিয়া নড়াইল ও যশোর জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসছিল। ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত গাঁজাসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]