
মোঃ সোহেল শিকদার, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে-২ (মাদারীপুর-রাজৈর) সংসদীয় আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী মুফতি আব্দুস সোবহান খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ৩ টায়
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসী উচ্চ বিদ্যালয় মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
নির্বাচনী জনসভায় জোটের রিকশা প্রতীকের প্রার্থী
র্মুফতি আব্দুস সোবহান খান বলেন, আমি এমপি
হতে চাই না আপনাদের খাদেম হতে চাই। আমি খোলাফায়ে রাশেদিন ওমরের মত দেশ চালাতে চাই। মাদারীপুরের বেকার সমেস্যা দূর করবো পাশাপাশি সন্ত্রাসমুক্ত করবো ইনশাআল্লাহ।
বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন সভাপতি মাওলানা এমদাদুল হক দাদন এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা সাবেক আমীর মাওলানা আব্দুস সোবহান খান।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাজলিসুল মুফাসসিরিন মাদারীপুর জেলা সভাপতি মাওলানা মনিরুজ্জামান হামিদি,
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মাদারীপুর জেলা সভাপতি শওকত জাহান মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজবাহুল ইসলাম,
খেলাফত মজলিসের মাদারীপুর জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজৈর উপজেলা আমীর সহকারি অধ্যাপক আলী আহমেদ আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর সদর থানা সভাপতি মাওলানা মোহাম্মদউল্লাহ, রাজৈরের জামায়াতের সেক্রেটারি কাজী নজরুল ইসলাম, রাজৈর পৌরসভা জামায়াতের সেক্রেটারি ফাইজুর রহমান মামুন,ধুরাইল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সাব্বির হোসেন, খেলাফত মজলিসের ধুরাইল ইউনিয়নের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, খেলাফত মজলিসের শিরখাড়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম প্রমুখ।
১০ দলীয় জোটের নির্বাচনী জনসভায় সঞ্চালনা করেন রাজৈর পৌরসভার শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহরিয়ার।
এসময় জোটভুক্ত দলের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।