মোঃ সোহেল সিকদার, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহ*ত শিমুল (২১) বরিশালের মো. এনামুল হোসেনের ছেলে ও সে রাজধানী ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও স্বজনরা জানায়, সম্প্রতি মাদারীপুরে মামা মামুন বেপারীর বাড়িতে বেড়াতে আসে শিমুল।
শনিবার দুপরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নামে সে। পরে পানিতে তলিয়ে যায় শিমুল। এরপর আর উঠে না আসলে খবর দেয়া হয় মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবরীদলকে। তল্লাসি চালিয়ে উদ্ধার করে ওই শিক্ষার্থীকে নিয়ে আসা হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালে।
পরীক্ষানীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক শিমুলকে মৃত্যু ঘোষণা করেন। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সন্দেহ হলে মরদেহ ময়না তদেন্তর জন্য পাঠানো হয় ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার কারণ জানা যাবে। প্রাথমিকভাবে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]