মোঃ সোহেল শিকদার, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ জুলাই) ভোরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ঘুনসি গ্রামের কালাম মাতুব্বর (৫৩), মিলন মাতুব্বর (৫৪), মনু মাতুব্বর (৫০), লাকি বেগম (৪৫), পারুল বেগম (৪৫) এবং খাদিজা আক্তার (২৩)।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক জানান, ওই গ্রামের কয়েকটি বাড়িতে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখা হয়েছে এমন খবর পেয়ে সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশ অভিযানে যায়।
এসময় তল্লাশি চালিয়ে ১টি পিস্তল, ১টি এয়ারগান, ১টি ম্যাগজিন, ১টি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৫টি মোবাইল ফোন ও ল্যাব। এ সময় ৩ নারীসহ ৬ জনকে আটক করা হয়। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
অপারধমূলক কর্মকাণ্ডে এই অস্ত্র ব্যবহার করা হতো বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]