মো: সোহেল সিকদার, মাদারিপুর জেলা প্রতিনিধি : র্যাব -৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ১৯ মার্চ ২০২২ইং তারিখ ১৫.০৫ ঘটিকার সময় মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন উচ্চ বালিকা বিদ্যায়য়ের সামনে পাকা রাস্তার উপর ফাকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামী বিপ্লব কাজী(৩০), পিতা-দুলাল কাজী, মাতা-লিলি বেগম, সাং-হরিকুমারিয়া, ওয়ার্ড নং-০৬, থানা ও জেলা-মাদরীপুর(বর্তমান ঠিকানা-মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন ০২নং শকুনী সাকিনস্থ আঃ সালাম খান এর বাড়ীর ভাড়াটিয়া)কে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদ্বয়ের নিকট হতে ১৯০(একশত নব্বই) পিস ইয়াবা, মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল এবং ০১টি সীমকার্ড উদ্ধার করা হয় । আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহারা দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানাসহ বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদ্বয়কে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার মাদারীপুর সদর মডেল থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]